ফেসবুক পেজ লাইক বুস্টিং নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

facebook boost ans

পেইজ প্রমোট কি? এবং এর উপকারিতা কি ?

উত্তরঃ প্রমোট হচ্ছে ফেসবুককে পেমেন্ট করে পেজের লাইক বাড়ানোর একটি প্রক্রিয়া। “পেইজ প্রমোট” করলে আপনার পেইজে লাইক আসবে এবং ফলোয়ার বাড়বে এটা করে আপনার পেজটি আরো বেশি নির্ভরযোগ্য মনে হবে।
সোজা কথা যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট করবেন।

বুস্টিং কি ? এবং এর উপকারিতা কি ?

উত্তরঃ বুস্টিং বলতে সাধারণত পোস্ট বুস্ট করা বুঝায় আর “পোস্ট বুস্ট” করলে আপনার পোস্ট এবং ছবি এনরিচ বাড়বে অর্থাৎ পেইজে নেই এমন মানুষও আপনার পোস্ট দেখতে পাবেন। প্রডাক্ট বেইজ কোন পোস্ট হলে তা বুস্ট করলে সেল অনেক গুন বৃদ্ধি পাবে।

প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ প্রমোট করা হয় পেজের লাইক বাড়ানোর জন্য আর বুষ্ট করা হয় পেইজের নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়ানোর জন্য বা বিক্রি বৃদ্ধি করার জন্য।
এছাড়া আর তেমন কোন পার্থক্য নেই।

পেজের লাইক কিভাবে বাড়ায়?

উত্তরঃ সাধারনত প্রমোট করেই পেজের লাইক বাড়ায়, তবে নিয়মিত ভালো কন্টেন্ট দিয়ে পেজের লাইক বাড়ানো যায় কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।

প্রমোট করে পেজে লাইক আনলে তা কি রিয়েল হয়?

উত্তরঃ অবশ্যই রিয়েল হয় কারন এটা ফেসবুককে পেমেন্ট করে আনা হয়।
অনেকে এটাকে অটো লাইক মনে করেন। এটা সম্পূর্ন ভুল ধারনা। প্রমোট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোম পেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে। ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।

বিকাশে টাকা দিয়ে কিভাবে ডলারে বুস্ট করে?

উত্তরঃ স্মাট আউটসোসিং স্যালুসন বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে ডলার দিয়ে প্রমোট / বুস্ট করে।

বুষ্ট / প্রমোট প্যাকেজ

স্মাট আউটসোসিং স্যালুসনের প্রমোট বুস্টিং সম্পর্কে আরো কিছু তথ্যঃ
স্মাট আউটসোসিং স্যালুসন থেকে আপনি দুইভাবে বুস্ট করতে পারেন।
১) সেলফ বুস্ট- আপনি যদি টার্গেট অডিয়েন্স , লোকেশন, জেন্ডার ইত্যাদি নিজেই সিলেক্ট করে দেন তাহলে সেটা সেলফ বুস্ট এর আওতায় করতে পারবেন।

২) স্মাট আউটসোসিং স্যালুসন বুস্ট- আপনি যদি চান টার্গেট অডিয়েন্স , লোকেশন, জেন্ডার ইত্যাদি আমরা সিলেক্ট করে দেই তাহলে সেটা স্মাট আউটসোসিং স্যালুসন বুস্ট অর্থাৎ আমাদের মাধ্যমে করতে পারবেন।

রিকোয়েস্ট দেওয়ার সময় ইন্সট্রাকশন বক্সে আপনি পোস্ট এংগেজমেন্ট , ভিডিও ভিউ বা মেসেজ চাচ্ছেন কিনা অবশ্যই মেনশন করে দিতে হবে।

➽ বুস্টের ক্ষেত্রে আপনি চাইলে সর্বনিন্ম ৫ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ইচ্ছেমতো ডলার বুস্ট করাতে পারবেন।

➽পেমেন্ট সিস্টেম –
বিকাশ / রকেট / নগদ / ব্যাংক এ্যাকাউন্ট – তিনটি মাধ্যম রয়েছে
বিকাশ,নগদ এবং রকেটে পেমেন্ট করলে খরচ এড করতে হবে।

Rate this post

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our Client

business-logo
business-logo
hid-powering-trusted-identities
PPLlogo
unisel
robi
Smart-Fashion-Buying-House
Tiger-online-Shopping
ftv-news

Our Student

Afsana
Aowal
Based
Bullal
Harun
Hossen
Kazi
mehdi
Rajaul