সি পি এ মার্কেটিং কি?
সিপিএ এর নাম বলতেই সাথে মার্কেটিং কথা টি চলে আসে কারণ সি পি এ এর সাথে মার্কেটিং এর সাথে জড়িত। মানে মার্কেটিং ছাড়া সিপিএ এর কাজ আপনি কখন ও করতে পারবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক সি পি এ এর অর্থ সম্পর্কে CPA এর অর্থ Cost Per Action. মানে কোন একটি নির্দিষ্ট কাজের Action শেষ করার মাধ্যমে অর্থ উপার্জন করা। যেমন হতে পারে ইমেইল সাবমিট, জিপ কোড সাবমিট,পিন সাবমিট,ক্রেডিট কার্ড সাবমিট,সফটওয়্যার ডাউনলোড ইত্যাদি।
কেন সি.পি.এ মার্কেটিং করবেন?
এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সি.পি.এ মার্কেটিং। এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেয়া হয়। CPA মার্কেটিং জন্য Maxbounty ও Peerfly ১ম সারির CPA নেটোয়ার্ক।
কেন অ্যাফিলিয়েট মার্কেটাররা সি.পি.এ নেটওয়ার্ক পছন্দ করে?
ব্যাক্তিগত আমি নিজে প্রফেশনালি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সি.পি.এ মার্কেটিং করি। এবং আমার অনলাইন থেকে ইনকামের অনেক বড় একটা অংশ আসে এই মার্কেটিং থেকে। আমার দেখা মতে বড় বড় ইন্যারন্যাশনাল লেভেলের অ্যাফিলিয়েট মার্কেটাররা সি.পি.এ মার্কেটিং টা খুব পছন্দ করে এবং সেখানে কাজ করে খুব ভালো একটা ইনকাম করে থাকেন।
আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা জানেন প্রতিটি অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসে সেলস রিফান্ড এর একটা অপশন প্রোডাক্ট এর মালিক দিয়ে রাখে। এর মানে হচ্ছে আপনি যদি কোন প্রোডাক্ট বিক্রি করেন আপনার কাস্টমার ৩০ থেকে ৬০ দিন সময় পায় ওই প্রোডাক্ট ব্যবহার এবং মান যাচাই করার জন্য। যদি তাদের প্রোডাক্ট ভালো না লাগে তাহলে তারা টাকা ফেরত নিয়ে নিতে পারে।
ফ্রিল্যান্সিং এব সি পি এ (CPA) এর মাধ্য পার্থক্য কি?
ফ্রিল্যান্সিং বিড করে কাজ করতে হয় এবং বায়ার থেকে কাজ নিয়ে কাজ করতে হয় আর সি পি এ মার্কেটে (CPA) আপনাকে বিড করতে হবে না নিজের একাউন্টে নিজেই কাজ করতে পারবেন। যে কোন সময় কাজ করতে পারবেন। এবং আপনি নিজের বিজনেস নিজেই করবেন, চাইলে আপনি টাকা খরচ করে কাজ করতে পারেন অথবা ফ্রি মার্কেটিং ম্যাথডে কাজ করতে পারেন।
সি পি এ (CPA) থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে?
এটা নির্ভর করবে আপনি কত ইনকাম করতে চান তার টার্গেট এর উপর। আপনার ইনকাম টার্গেট যত বেশী হবে আপনার বিনিয়োগ বাড়াতে হবে। এই অনুপাতে ইনকাম হবে ।
সি পি এ (CPA) আমি কোন বিনিয়োগ না করে ইনকাম করতে পারব?
হ্যাঁ আপনার ভালো ফ্রি ট্রাফিক থাকলে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বেশী পরিশ্রম করতে হবে।
সি পি এ (CPA) মার্কেট থেকে পেমেন্ট কিভাবে পাওয়া যায়?
সি পি এ (CPA) মার্কেটপ্লেস আপনার সাধারনত তিন ধরনের পেমেন্ট থাকে। আপনি চেক Check, পেপাল PayPal, পাইনিয়ার কার্ড Pre-paid Master Card by Payoneer or ব্যাংক ট্রান্সফার Electronic Funds Transfer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
সি পি এ (CPA) শিখার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে?
CPA শিখার জন্য নিদির্ষ্ট কোন যোগ্যতা থাকতে হবে এমন কোন শর্ত নাই, তবে নিম্নের যে কোন যোগ্যতা থাকলেই আপনি কাজে করে ইনকাম করতে পাবেন।
ইন্টারনেট ব্যাউজিং এবং অনলাইনে পূর্বের কাজ করার Experience থাকলে ভালো । নতুন হলেও কাজ করতে পারবেন ।
আপনার ধৈর্য্য, মেধা এবং পরিশ্রম থাকে তাহলে আপনিও কাজ করতে পারবেন।
ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে ধারনা থাকলে ভালো।
আমি ঢাকার বাইরে থাকি আমি কি অনলাইনের মাধ্যমে সি পি এ (CPA) শিখতে পারব?
হ্যাঁ আপনি শিখতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ইন্টারনেট লাইন স্পিড কমপক্ষে 512 KBPS হতে হবে। আপনি Anydesk এবং স্কাইপ এর মাধ্যমে শিখতে পারবেন।
Thank you so much Bro Share This Knowledge
yeas it is a very helpful blog. can i do cpa marketing with blogger.com . i have no website . can i do this in email marketing.
how can i do paid add marketing plz help me