BULK SMS মার্কেটিং করুন, ব্যবসার পরিধি বাড়ানোর খুটিনাটি

sms marketing

Bulk SMS এর মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের বা নিজের নাম ব্যবহার করে ক্রেতা, গ্রাহক বা বন্ধু বা বান্ধবীদের নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন। উদাহরনসরূপ, আমাদের মোবাইলে ম্যসেজ আসে GP Info, Bl Info, Flexi Load, Brac Bank, GrameenPhone, BanglaLink, ইত্যাদি নাম থেকে যেখানে কোন নাম্বার থাকেনা, আবার বিভিন্ন শর্টকোড থেকে ম্যাসেজ আসে যেমন 2000, 9999, 5566 , 7777 ইত্যাদি। যদিও আপনার মোবাইল এ GP, Banglalink, Airtel, Robi, Teletalk এই সব নাম save করা নাই।

কেন বিজনেসে প্রচারে SMS মার্কেটিং বেছে নিবেন:

কাস্টমারদের আস্থা অর্জন করতে অনেকে আপনার প্রোডাক্ট কেনাকাটা করলেও কম সংখ্যক কাস্টমার আপনার লয়াল হয়।
তাদের কেনাকাটা পরবর্তী সময়ে ধন্যবাদ এসএমএস, মানি রিসিপ্ট প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে এটি অত্যন্ত কার্যকর ভুমিকা রাখে।
একটি বড় কাস্টমার গ্রুপকে খুব কম খরচে এসএমএস মার্কেটিং দ্বারা এঙ্গেজ রাখার আদর্শ মাধ্যম এসএমএস।
কাস্টমারদের সাথে নিরবিছিন্ন যোগাযোগ রাখতে কাস্টমারদের কাছে প্রোডাক্ট বেচে দেবার পরেই আপনার কাজ শেষ হয়ে যায় না।
তাদের সাথে নিয়মিত বিরতিতে যোগাযোগ রক্ষা করা খুব জরুরী। তা না হলে কাস্টমার ভাবে নেই আপনি তাদের থেকে শুধু বেচাকেনা ও মুনাফা করার জন্য যোগাযোগ করেন।

এস এম এস মার্কেটিং/বাল্ক এস এম এস প্যাকেজ

আমাদের সেবা সমূহ ঃ

Bulk SMS
Voice SMS
Campaign SMS
Push-pull
Number contest

সুবিধা সমূহঃ

-> নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে / নাম ছাড়া এস এম এস দিতে পারবেন।
-> বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতেই এস এম এস দিতে পারবেন।
-> প্রতি এস এম এস এ বাংলা ৭০ ও ইংরেজী ১৬০ শব্দ ব্যবহার করতে পারবেন।
-> ডেলিভারী রিপোর্ট এর ব্যবস্থা।
-> সিডিউল এস এম এস পাঠাতে পারবেন।
-> আপনার ক্লায়েন্ট বা কাস্টমারদের বিভিন্ন দিবসে শুভেচ্ছা এস এম এস পাঠাতে পারবেন।
-> আপনার ক্লায়েন্ট বা কাস্টমারদের বিভিন্ন পন্যের মূল্য বা অফার দিতে এস এম এস দিতে পারবেন।
-> কোন পন্য ডেলিভারী করতে এস এম এস দিতে পারেন।
-> আপনার শো-রুম, দোকান বা অফিস বন্ধ বা খোলা এ ব্যাপারে এস এম এস দিতে পারেন।
-> এস এম এস এর মাধ্যমে ইনভয়েস দিতে পারেন।
-> কোন প্রোগামে ইনভাইট করতে বা অন্য তথ্য দিয়ে এস এম এস দিতে পারেন।
-> প্রয়োজন মত ব্যালেন্স নেয়ার সুবিধা।
-> আনলিমিটেড মেয়াদ ।
-> নিরবিচ্ছন্ন কাস্টমার সার্ভিস।
-> কোন হিডেন চার্জ বা বাৎসরিক ফি নেই।

নিজের নামে বা কোম্পানির নামে বাল্ক এস এম এস প্যাকেজ পাঠিয়ে বন্ধুদের চমকে দিন

বাল্ক এস এম এস এর উপকারিতা কি ?

বাল্ক এস এম এস এর মাধ্যমে আপনি আপনার কোম্পানির নামে অথবা আপনার নিজের নামে এস এম এস আপনার গ্রাহক অথাবা বন্ধুদের কাছে পাঠাতে পারেন। আপনি ইচ্ছা করলে একবারে ১লাখ অথবা আপনার যত ইচ্ছা তত নাম্বার একই মেসেজ বার বার না লিখে একবার লিখে পাঠাতে পারেন। এটাই বাল্ক এস এম এস এর সব চেয়ে বড় সুবিধা। আপনি ইচ্ছা করে গ্রুপ করে Address Book এ আপনার বন্ধুদের নাম্বার সেভ করে রাখতে পারেন তাতে বার বার নাম্বার লিখা থেকে মুক্তি পাবেন। এই Address Book নাম্বার থেকে আপনি গ্রুপ করে একবারে ওই গ্রুপ এর সব নাম্বার এ একসাথে পাঠাতে পারেন। ইত্যাদি ।

5/5 - (10 votes)

Leave a Comment

One response to “BULK SMS মার্কেটিং করুন, ব্যবসার পরিধি বাড়ানোর খুটিনাটি”

  1. what is the best way to invest money says:

    How to make money online – earnings with investment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our Client

business-logo
business-logo
hid-powering-trusted-identities
PPLlogo
unisel
robi
Smart-Fashion-Buying-House
Tiger-online-Shopping
ftv-news

Our Student

Afsana
Aowal
Based
Bullal
Harun
Hossen
Kazi
mehdi
Rajaul