CPA Marketing Training
We are providing CPA Marketing Training Center in Dhaka, Farmgate.Best CPA Marketing Training in Dhaka, CPA Marketing Training Institute, CPA Marketing Training Center. Best CPA Marketing training in Bangladesh, bd Farmgate. School, courses near Nakhalpara, Panthapath, Raza Bazar, Karwan Bazar, Kolabagan, Dhanmondi, Mohammadpur, Lalmatia, Jigatala, New Market, Azimpur, Elephant Road, Shahbag, Moghbazar, Mirpur 1, Mirpur 2, Mirpur 3, Mirpur 4, Mirpur 5, Mirpur 6, Mirpur 7, Mirpur 8, Mirpur 9, Mirpur 10, Mirpur 11, Mirpur 12, Mirpur 13, Rampura, Banasree, Khilgaon, Malibagh, Motijheel, Dhaka Cantonment, Kochukhet, Kafrul, Agargaon, Mirpur, Shyamoli, Kallyanpur, Shaheen Bagh, Mohakhali, Gulshan, Banani, Kakoli, Badda, Kuril, Khilkhet etc. Out Of Country Online Class Available: Australia, Bahrain, Bangladesh, Belgium, Canada, Chile, China, Cyprus, Denmark, Egypt, Finland, France, Germany, India, Indonesia, Iran, Iraq, Ireland, Italy, Japan, Kenya, Korea, Lebanon, Malaysia, Mexico, Micronesia, Nepal, New Zealand, Norway, Oman, Pakistan, Poland, Qatar, Romania, Russia, Singapore, South Sudan, Sri Lanka, Switzerland, Thailand, United Arab Emirates, United Kingdom, USA etc.
* CPA Marketing Training in Dhaka is for those people who want to build their career based on outsourcing platform such as Upwork, Freelancer, Fiverr, Peopleperhour, Guru and Microworker etc freelancing Earning Environment.
* CPA Marketing Course in Dhaka,Bangladesh is for those people who want to earn staying home form online
Who Can Join This CPA Marketing Training
Special Price TK.7000
* CPA Marketing Training is for those people who want to perform internet website marketing.
* This CPA Marketing Course Outline is for those people who want to get his/her business website top of every search engine.
* This CPA Marketing Training Outline is for those people who have basic knowledage about basic computer, microsoft application and internet environment.
* Don't wasting your time. Learning CPA Marketing Training in Dhaka,Bangladesh and runing outsourcing earning Stay from home
TRAINING FEATURE
BATCH SCHEDULE
Need some immediate help ?
our suuport team here for you 24/7
Call Now :
104, Capital Super Market, 1st Floor Room-43, Green Road, (আনন্দ সিনেমা হলের ও ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে, এবং লাজ ফার্মা এর বিপরীত পাশে), Farmgate, Tejgaon, Dhaka, Bangladesh 1215
সি পি এ মার্কেটিং কোর্স
CPA Marketing Training
CPA Marketing Training
সিপিএ মার্কেটিং – কি, কেন, কিভাবে ?
প্রথমে একজন ডিজাইনার ওয়েবসাইটির ডিজাইন করে । সাধারনত ফটোশপ দিয়ে ডিজাইটির একটি বাহ্যিক রূপ দেয় । কিন্তু ফটোশপে যেসব টেক্সট ইমেজ ব্যবহার করা হয় সেগুলোত আমরা যেই ব্রাউজার ব্যবহার করি যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি বুঝতে পারবে না । এই ব্রাউজারগুলোকে বোঝানোর জন্য আলাদা কিছু ভাষা আছে যেমন – এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রীপ্ট ইত্যাদি । প্রথমে এইচটিএমএল দিয়ে ফটোশপে যে ডিজাইনটি করা হয় সেটি একটি কাঠামো তৈরি করা হয় । তারপর সিএসএস দিয়ে ফটোশপে যে ডিজাইন করা হয়েছে সেই রকম ডিজাইন করা হয় । জাভাস্ক্রীপট এবং জেকুয়েরি দিয়ে ডিজাইনে বিভিন্ন রকম এডভান্স ফিচার যেমন যোগ করা হয়।এরপর পিএইচপি মাইএসকউএল ইত্যাদি দিয়ে ওয়েব সাইটি ব্যবহার উপযোগী করা হয় ।
Cost Per Action (CPA) Marketing is a affiliate model where a commission is paid when a user takes a specific action. These actions include filling out a form, getting a quote, signing up for a trial, or making a purchase.
Training in Bangladesh. We’ve more than 12 years of valid and real-life experience regarding CPA(Cost Per Action) Marketing platform local and globally. CPA is very much easiest way to earn money per day 30$ if you follow the right way. In the meanwhile our lots of student able to make their successful career from us after getting the successful training. You are most welcome to make your career as a CPA marketer in this industry.
Anyhow, when it comes to CPA Marketing, it is not always about the product or user experience/satisfaction. In regular affiliate marketing, we work towards promoting things that actually benefit the user. Illegal, spammy or fake products are not very much common in simply affiliate marketing that we do through our blogs or social ads.
Every effort has been made to be accurate in this publication. The publisher does not assume any responsibility for errors, omissions or contrary interpretation.We do our best to provide the best information on the subject, but just reading it does not guarantee success. You will need to apply every step of the process in order to get the results you are looking for.This publication is not intended for use as a source of any legal, medical or accounting advice. The information contained in this guide may be subject to laws in the United States and other jurisdictions. We suggest carefully reading the necessary terms of the services/products used before applying it to any activity which is, or may be, regulated. We do not assume any responsibility for what you choose to do with this information. Use your own judgement.
বর্তমান সময়ে সিপিএ মার্কেটিং নিয়ে যেমন আলোচনা তুঙ্গে তেমনি আবার এর কলঙ্কও আছে। সহজে এবং দ্রুত আয় হওয়ার ফলে নতুন মার্কেটারদের কাছে এটা যেমন গ্রহণযোগ্য তেমন তাদের আত্মবিশ্বাসের খোঁড়াক, যেই আত্মবিশ্বাস অনলাইন আর্নিং জগতে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য অনেক কার্যকরী।তেমনি আবার কিছু অসাধু মার্কেটার এবং কিছু জ্ঞানহীন যুক্তিবিদদের সমালোচনায় এটা এখন অনেকের চোখে দৃষ্টিকটু।আসলেই সিপিএ মার্কেটিং নতুন হিসেবে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, অনলাইন ক্যারিয়ারে কিভাবে আপনার আগমন সফল করতে পারে, আসলেই কে ফেইক তা বুঝার জন্যই আপনাকে জানতে হবে এটা কি? কেন করবেন? এবং কিভাবে করবেন? চলুন জেনে নেই
অনলাইন মার্কেটিং কি?
অনলাইন আয় সম্পর্কে যারা শুনেছেন কিন্তু নিজে এখনো কিছু করছেন না তারা কিছু শব্দ সম্পর্কে ভালোভাবে না জানার ফলে কিছু ভুল ধারনা পোষণ করেন। এর মধ্যে একটি শব্দ হচ্ছে ‘ফ্রিলান্সিং (Freelancing)’. মানুষ কেউ কেউ মনে করেন যে অনলাইন আয়ের যত পথ আছে সবকিছুই ফ্রিল্যান্সিং। আসলে মোটেই তা নয়। ফ্রিল্যান্সিং বলতে বুঝায় মুক্তভাবে কাজ করা এবং কারো কর্তৃক সংক্ষিপ্ত সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে তার কোন কাজ করে দেওয়া। আর এই ক্ষেত্রে যে কাজটি করিয়ে নিচ্ছে সে করছে আউটসোর্সিং।এবার আসুন অনলাইন মার্কেটিং। এটি একেবারেই ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত কোন কিছু নয়। তবে যদি আপনি কোন ক্লায়েন্টের হয়ে তার কোন এসেট, বিজনেস, পণ্য মার্কেটিং করে থাকেন তাহলে সে আউটসোর্স করছে আর সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনি ফ্রিল্যান্সিং করছেন। তবে যদি নিজের কোন সাইট বা ভিডিও মার্কেটিং করেন যা থেকে আপনি কারো কাজ করা ছাড়া ভিন্ন উপায়ে রেভিনিউ আয় করেন তবে সেটা অনলাইন মার্কেটিং এবং অবশ্যই ফ্রিল্যান্সিং নয়।যখন আপনি একটা ওয়েবসাইট বা একটা Facebook পেজ করে তার মাধ্যমে কোন ইকমার্স (যেমনঃ অ্যামাজন,আলি বাবা,রিজিক) সাইটের এক বা একাধিক পণ্য প্রমোট করে সেল হলে কমিশন পাচ্ছেন তখন আপনি যা করছেন তা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এখানে পণ্য হিসেবে কোন সেবাও থাকতে পারে। যেমন, যদি আপনি যদি কোন কম্পানির ওয়েব ডিজাইন সার্ভিস সেল করে দেন সেটা কিন্তু সেবা।
সি পি এ (CPA) ক্যারিয়ার কেমন?
সি পি এ হলো বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস। অনলাইনে আয়ের একটি বড় মাধ্যম হলো সি পি এ (CPA)। শুধুমাত্র সঠিক গাইড
সিপিএ মার্কেটিং এর সুবিধাসমূহঃ
* এখানে কোনকিছু বিক্রি করা বাধ্যতামূলক না অর্থাৎ কোন কিছু বিক্রি না করেও আয় করতে পারবেন।
* এর জন্য বিশাল আকারে কোন ওয়েব সাইট তৈরি করতে হবে না। ছোট একটা ল্যান্ডিং পেজ নিজেই খুব সহজে তৈরি করে মার্কেটিং করতে পারবেন।
* এটা করা খুবই সহজ। আপনাকে খুব অভিজ্ঞ হতে হবে না।
* সর্বোপরি, এটা শুরু করা খুবই সহজ।
সিপিএ মার্কেটিং শুরু করতে কি কি লাগবে?
সিপিএ মার্কেটিং এর একটা সুবিধা হচ্ছে আপনি খুব এক্সপার্ট না হলেও কাজ শুরু করতে পারেন এবং কম বা বেশী যাই হোক আয় করতে পারবেন। সিপিএ মার্কেটিং শুরু করতে হলে আপনাকে কিছু বিষয় জানা থাকতে হবে এবং কিছু উপাদানও থাকতে হবে। নিচে লিস্ট আকারে দেয়া হলঃ
* মার্কেটিং জ্ঞান (সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ব্যানার এডস, পিপিসি, পিপিভি ইত্যাদি) থাকতে হবে।
* বিশ্বস্ত একটি সিপিএ মার্কেটপ্লেসে একাউন্ট থাকতে হবে।
* কম্পিউটার (ল্যাপটপ/ডেস্কটপ) থাকতে হবে।
* ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
* ডোমেইন ও হোস্টিং থাকতে হবে সেই সাথে SSL Certified হলে আরও ভাল কারন এতে ভিজিটর ট্রাস্ট বৃদ্ধি পাবে।
* ল্যান্ডিং পেজ বানানোর দক্ষতা থাকতে হবে।
* একটি ফোন নাম্বার যাতে প্রয়োজনে নিজের সত্যতা যাচাই করতে পারেন।